বিনোদন

সাংবাদিক আব্দুল জলিলের লেখা কবিতা

প্রার্থনা

— সাংবাদিক আবদুল জলিল

আত্মার সব কপাট ভেঙ্গে মুক্ত করো খোদা মোরে,
জাগতিক সব পাপ-জঞ্জাল রয়েছে আমায় ঘিরে।

ভূলোকে আসায় ধরেছে আমায় বিতারিত ইবলিশ,
পাপে করছে নিমজ্জিত পূণ্যের নাই হদিস।

হয়েছি পাপী হয়েছি তাপী হয়েছি পূণ্যহারা,
মনের সিংহাসনে ইবলিশ বসিয়া দেয় নাড়া।

জীবনে যতো রয়েছে গুনাহ্ মার্জনা কর প্রভূ
দূরভীত করো মনের জঞ্জাল ভ্রষ্ট করোনা কভূ।

আত্মাকে মোর শুদ্ধ করে পূণ্যের পথ দেখাও
তোমার মনোনীত পথে চালিয়ে মোরে নাও।

যতোদিন রবো এ ধরায় করবো তোমার উপাসনা
তোমার প্রেমে হবো নিমজ্জিত করি তোমারই প্রার্থনা।

খালেস দিলে কইগো খোদা করো ক্ষমা মোরে
ক্ষমা করো সব পাপীষ্ঠদের করো ক্ষমা সবারে।

                                         মানবতা

                                                        – সাংবাদিক আবদুল জলিল

চারদিকে অসংখ্য ধার্মিক
ভবে মানুষ দেখি কম
অমানুষদের ভীড়ে জন্মে
মিলছেনা উপশম।

ধরায় করো মানবের ক্ষতি
শিখিয়েছে কোন ধর্ম?
ধর্মের অপব্যখ্যায় চালাও
অবিরাম কুকর্ম।

ধর্ম শেখায় মানবিক হও
শান্তি প্রতিষ্ঠা করো
এ মানবতার দোহাই দিয়ে
মানুষ কেমনে মারো?

দিনশেষে মোরা সবাই মানুষ
একপাতে খাই-চলি
অজ্ঞদের নির্দেশনায়
কেনো মানবতার দাও বলি।

সৌহার্দ্য সম্প্রীতিতে সকলে
হও মানবতাগামী
দ্যুলোক-ভূলোকে মিলবে শান্তি
বলেছেন অন্তর্যামী।

অন্ধত্ব গোঁড়ামী নয়
ধর্ম আগে জানো
মানবতাই খাঁটি ধর্ম
অনন্তর সব মানো।

Related Articles

Back to top button