Breakingঅপরাধসারাদেশ

সংঘবদ্ধ গাড়ি ছিনতাই চক্রের ৪ সদস্য আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক,নগরকান্দা ,ফরিদপুর : সংঘবদ্ধ ইজি বাইক ও গাড়ি ছিনতাই চক্রের ৪ সদস্যকে আটক করেছে ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশ।

জানা যায়, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার ফরিদপুরের পুলিশ সুপারের দিক-নির্দেশনায় নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেনের তত্ত্বাবধানে এবং এসআই মোঃ বশির উদ্দিনের নেতৃত্বে নগরকান্দা থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ইজিবাইক ও গাড়ি ছিনতাই চক্রের ৪ সদস্যকে আটক করে।

আটককৃতরা হলো (১) মোঃ মাহিন মোল্যা (২০), পিতা-মতিন মোল্যা, সাং- ল্যাংডার মোড় বটতলা , থানা-নগরকান্দা, জেলা -ফরিদপুর, বর্তমান: গ্রাম- কোনাবাড়ী , থানা- কোনাবাড়ী, জেলা – গাজীপুর, (২) রাসেল মোল্যা (২২), পিতা-আজাহার মোল্যা , গ্রাম- হেলালউদ্দিন খাঁর ডাঙ্গী (নতুন বাজার), (৩) শাহাদাত খান (২৩), পিতা-জালাল খান , সাং-ওয়াহেদ মোল্যার ডাঙ্গী , উভয়েই ফরিদপুর জেলার সদরপুরের , এবং নেত্রকোনা জেলার মোহনগঞ্জের মাঘান গ্রামের মনোরঞ্জন দাসের ছেলে স্বপন দাস (২২)।

নগরকান্দা থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন জানান, আসামীরা ইজিবাইক ও গাড়ি ছিনতাই চক্রের সদস্য, আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button