Breakingশিক্ষা / চিকিৎসাসারাদেশ
শ্রীনগর সরকারি কলেজ ছাত্রদলের মানবিক উদ্যোগ: মেধাবী ছাত্রের পাশে দাঁড়ালেন ছাত্রনেতারা

স্টাফ রিপোর্টার ,শ্রীনগর, মুন্সীগঞ্জ
অর্থের অভাবে অনার্সে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় থাকা এক মেধাবী ছাত্রের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করল শ্রীনগর সরকারি কলেজ ছাত্রদল।
ভর্তি ফি জোগাড়ে হিমশিম খাওয়া ওই শিক্ষার্থীকে সহায়তা করেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম শিবলু এবং বাঘড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কলেজ ছাত্রদলের মেধাবী নেতা সায়মন আল হাসান (এসবি)।
ছাত্রের অনুরোধে তার নাম গোপন রাখা হয়েছে। ছাত্রদলের এই সহায়তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হয়েছে।
ছাত্রনেতারা বলেন, রাজনীতি নয়, মানবিকতা হোক আমাদের পরিচয়।এ ধরনের উদ্যোগ ছাত্র রাজনীতিতে মানবিক দৃষ্টিভঙ্গির বার্তা ছড়িয়ে দিচ্ছে বলে মনে করেন সচেতন মহল।