চেঙ্গী দর্পন প্রতিবেদক, শ্রীনগর ,মুন্সিগঞ্জ :
শ্রীনগরে পানিতে ডুবে আয়াত নামক দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
৩০ ডিসেম্বর ২০২৩ শনিবার দুপুরে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল মান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়াত মান্দ্রা গ্রামের ইতালি প্রবাসী রিংকু সারেংয়ের পুত্র।
এলাকাবাসী জানায় দুপুর ১২ টার দিকে সে বাড়ির লোকজনের অগোচরে খেলার চলে পুকুর ঘাটে গিয়ে অথৈ পানিতে তলিয়ে যায়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে প্রায় এক ঘন্টা পর পুকুর থেকে তার নিথর দেহটি উদ্ধার করে।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য মোঃ সেলিম মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশুটির মৃত্যুতে আমরা মর্মাহত।