Breakingসারাদেশ

শ্রীনগরে শোকের মাসে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নামে চলছে জমজমাট মেলা

স্টাফ রিপোর্টার ,মুন্সীগঞ্জ:
শ্রীনগরে শোকের মাস আগস্টে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নামে চলছে জমজমাট তাতবস্ত্র মেলা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার সময় তার ছোট ছেলে শেখ রাসেলকেও হত্যা করে ঘাতকরা। আর সেই মাসেই শেখ রাসেলের নামে মেলা চলায় উপজেলা আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা ক্ষুব্দ ও বিব্রত।

 

 

শ্রীনগর উপজেলার এম রহমান শপিং কমপ্লেক্সের পশ্চিম পাশে উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উদ্যোগে গত ১০ জুলাই মেলাটি শুরু হলেও মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মাহী বি চৌধুরী উদ্বোধন করেন গত ২৫ জুলাই।

 

গত রবিবার সন্ধ্যায় মেলা প্রাঙ্গনে গিয়ে দেখা যায় সেখানে প্রায় ৭০টি স্টল রয়েছে। তাতবস্ত্র মেলা নাম হলেও আশ্চর্যের বিষয় হচ্ছে সেখানে তাতবস্ত্রের স্টল রয়েছে মাত্র ১টি। বর্ণিল আলোক সজ্জার মধ্যে রয়েছে বিভিন্ন রাইড। সন্ধ্যার পর সেখানে উৎসব শুরু হয়েছে। মেলায় প্রবেশ ফি রাখা হচ্ছে ১০ টাকা। মোটর সাইকেল পাকিংয়ের জন্য যুবলীগ নেতা সাগরের সিন্ডিকেট ২০ টাকা করে চাঁদা আদায় করছে। চাঁদা আদায়ের বিষয়ে সাগরের কাছে জানতে চাইলে তিনি জানান, কয়েকটা মোটর সাইকেল থেকে এগুলো পোলাপান আদায় করেছে,তবে তা বেশী না।

 

মেলার আয়োজকদের মধ্যে আল আমিন নামে ১ জন জানান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসন থেকে অনুমুতি নিয়েই মেলার আয়োজন করা হয়েছে। তবে তাতবস্ত্র মেলা নাম দিয়ে মাত্র ১টি তাতবস্ত্রের স্টল। এ বিষয়ে তিনি বলেন মেলাতো মেলাই সেখানে স্টল যাই থাকুক না কেন।

 

অপর একটি সূত্র জানায়, মেলায় আলোক সজ্জার জন্য ৪৫ কিলোওয়াডের অস্থায়ী বৈদ্যুতিক সংযোগ নেওয়া হয়। বড় আকারের বিল থেকে রক্ষা পেতে পল্লী বিদ্যুতের যোগসাজশে মিটার পুড়ে ফেলা হয়। পরে গড় বিল ধরে নতুন করে আবার সংযোগ দেওয়া হয়েছে।

 

মেলার আয়োজক শ্রীনগর উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি সুমন আহমেদ সাংবাদিকদের বলেন, ১৫ আগস্ট মেলা বন্ধ থাকবে। আর মতের ভিন্নতা থাকবেই।

 

শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন বলেন, মেলার বিষয়টি আমি অবগত নই। তবে যারা শোকের মাসে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের নামে মেলা চালাচ্ছে তারা কাজটি ঠিক করছেনা।

Related Articles

Back to top button