অপরাধসারাদেশ

শ্রীনগরে শিশু বলৎকারের ঘটনায় এক লম্পট গ্রেফতার

স্টাফ রিপোর্টার,মুন্সিগঞ্জ :
শ্রীনগরে শিশু বলৎকারের ঘটনায় ইদ্রিস খান (৫৫) নামক এক লম্পটকে গ্রেফতার করছে পুলিশ।

 

 

বৃহস্পতিবার রাতে উপজেলা ধাইসার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। লম্পট ইদ্রিস শ্রীনগর উপজেলার ধাইসার গ্রামের মৃত আলেক ব্যাপারী ছেলে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে গত বুধবার দুপুর ২ টার দিকে শ্রীনগর ধাইসার টেম্পু স্টান্ড এলাকায় ইদ্রিসের আইসক্রিমের দোকানে ১০ বছরের এক শিশু আইসক্রিম কিনতে যায়। এ সময় ইদ্রিস ওই শিশুটিকে ক্ষীরের আইসক্রিমের লোভ দেখিয়ে পাশেই নির্মাণাধীন রিপন মিয়ার বিল্ডিংয়ে নিয়ে তাকে ভয় ভীতি দেখিয়ে বলাৎকার করে।

 

 

এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোক এগিয়ে আসলে লম্পট ইদ্রিস পালিয়ে যায়। আহত শিশুটিকে উদ্ধার করে পরিবার লোকজন স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির পিতা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা করলে পুলিশ ইদ্রিসকে গ্রেফতার করে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ-আল তায়াবীর বলেন, আসামি ইদ্রিসকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button