শ্রীনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা
শ্রীনগর ,মুন্সিগঞ্জ:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শ্রীনগরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে । ১১ মার্চ বিকেল ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ২৬ মার্চ সফল করার জন্য এ সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্তে পর্যায়ক্রমে চারটি সভা অনুষ্ঠিত হয় । হাট বাজার ইজারা দেয়া সম্পর্কিত সভা , ১৭ মার্চ ২০০৪ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা, মুক্তিযোদ্ধাদের জন্য হেল্থকার্ড বিতরণ সভা ও স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা ।
এ সময় উপস্থিত ছিলেন , সহকারী কমিশনার ভূমি সাফফাত আরা সাঈদ , উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু সাকিল মোঃ তোহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ আলমগীর , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুউর রসিদ , মুক্তিযোদ্ধাগন , উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগন, চেয়ারম্যান বৃন্দ, শিক্ষক মন্ডলী , শ্রীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ।