শ্রীনগরে বেঙ্গল বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার ,মুন্সিগঞ্জ:
জাগো বাঙালি মমতার বন্ধন’ স্লোগানে প্রতিষ্ঠিত সমাজসেবামূলক সংগঠন বেঙ্গল বন্ধন ফাউন্ডেশন ২০২৩ সাল থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।তারই ধারাবাহিকতায় শুক্রবার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কয়েকটা গ্রামে ঈদ উপহার নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
শুক্রবার(২৮ শে মার্চ)শ্রীনগর উপজেলার বাঘড়া ও শ্যামসিদ্ধি ইউনিয়ন এর ভিন্ন গ্রামে প্রায় শতাধিক পরিবারের হাতে একটি প্যাকেটে পোলার চাল, চিনি, নুডলস এবং দুই পদের সেমাই ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন,বেঙ্গল বন্ধন ফাউন্ডেশনের উপেদষ্টা মোঃ শাহ্আলম হোসেন,উপদেষ্টা মোঃ রোমান বেপারী,সাধারণ সম্পাদক সায়মন আল হাসান (এসবি), কোষাধক্ষ সিয়াম মোড়ল, প্রচার সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, দপ্তর সম্পাদক সালমিন হোসেন বেপারী, সস্মানিত সদস্য মোঃ সাগর হোসেন, ওবায়দুল, কাউসার, শাহরিয়া, মাইনুল,রাতুল,বাধন, সাইফুল সহ ফাউন্ডেশন অন্যান্য সদস্য বৃন্দ এবং প্রবাস থেকে সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সভাপতি শাহ্আলম গাজী (এসএমজী),সিনিয়র সহ-সভাপতি রাকিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক স্বাধীন ইসলাম আশিক, সম্মানিত সদস্য হাবিব শেখ (রফিকুল )ও মোহাম্মদ আক্রাম প্রমূখ।