সারাদেশ

শ্রীনগরে বর্জ্য অপসারণ, রাস্তা মেরামত ও ট্রাফিক পুলিশের দায়িত্বে শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার,মুন্সিগঞ্জ :
মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলায় বর্জ্য অপসারণ,রাস্তা মেরামত ও ট্রাফিক পুলিশের দায়িত্বে সড়কে কাজ করছেন বৈষম্যবিরোধী আন্দোলনের উপজেলার একাংশের সমন্বয়ক ও শিক্ষার্থীরা। এতে উপজেলার শ্রীনগর দোহার আন্তঃ সড়কের বালাশুর সড়কের পাশ্বে বর্জ্য ভেকু দিয়ে অপসারণ,চৌরাস্তা সিসি ঢালাই মেরামত ও সড়কগুলো যানজটমুক্ত করা হয়েছে।এতে সড়কে যানবাহন চলাচলে শৃংঙ্খলা এসেছে।

 

শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে,উপজেলার বিভিন্ন সড়কে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি স্কাউট কর্মীরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন।শিক্ষার্থীরা সড়কে অবস্থান করায় কোন প্রকার যানজটের সৃষ্টি হতে দেখা যায়নি।এই ব্যস্ততম সড়কে নিবিঘ্নে যানবাহন চলাচল করতে পারছে। উপজেলার বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকার পাশাপাশি তারা রাস্তা মেরামত করছে সমন্বয়ক সহ শিক্ষার্থীরা।একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের এ ধরণের স্বেচ্ছাশ্রমদানে সকলেই খুশি।

 

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার একাংশে সমন্বয়ক জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হোসাইন রাজ্জাক নাঈম, ইবি কুষ্টিয়া বাংলা বিভাগের সোলাইমান হোসেন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ সাইফুল ইসলাম, ঢাকা কলেজ হাসিবুল ইসলাম, জবি বাংলা বিভাগ মিশু আক্তার,কবি নজরুল কলেজের আরিফ হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

Related Articles

Back to top button