স্টাফ রিপোর্টার ,মুন্সিগঞ্জ :
জেলার শ্রীনগরে সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সী (৪২) হত্যার ঘটনায় জড়িত মুলহোতা সহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
২ ডিসেম্বর ২০২৪, সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।আটককৃত ওয়াসিম খান (৩৮)পিতা কানু, মোঃ রনি (৩৫) পিতা হুমায়ুন৷শাহিন প্রধান (৩৬),পিতা মফিজ প্রধান।
উল্লেখ গত ২৫ নভেম্বর সোমবার দুপুরে শ্রীনগর দেউলভোগ এলাকা থেকে সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সি নিখোঁজের ৩ দিন পর বুধবার দুপুরে শ্রীনগর খালে হতে হাত পা বাধা বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রমজান মুন্সী উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট মাঝের হাটি গ্রামের সিরাজুল ইসলাম খোকা মুন্সির ছেলে।
এ ঘটনায় ২৯ নভেম্বর শুক্রবার রাতে রমজানের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে শ্রীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং- ৩১(১১) ২৪।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই তারেক অভিযান চালিয়ে ২৯ ডিসেম্বর শুক্রবার ঢাকার কদমতলী থানা এলাকা থেকে হত্যার মূল পরিকল্পনা কারী ওয়াসিম খান কে গ্রেফতার করে।
১ ডিসেম্বর ১৬৪ ধারায় মূল আসামীর জবানবন্দির সুত্র ধরে পুলিশ ঐ দিন-ই পশ্চিম দেউলভোগ আমিন উদ্দিন হাজীর বাড়ী এলাকা থেকে রনি (৩৫) কে এবং ছনবাড়ী এলাকা থেকে অপর আসামি শাহীন প্রধানকে গ্রেফতার করে। ২ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় পুলিশ আসামি রনি ও শাহীনকে নিয়ে হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে যান।
এ সময় আসামীরা লোমহর্ষক এ হত্যাকান্ডের বিস্তারিত বর্ণনা দেয়।তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বেলা ১২ টায় ছনবাড়ী শাহীন প্রধানের ভাড়া বাসা থেকে নিহত রমজানের হাতঘড়ি উদ্ধার করে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান,ওই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী ২৯ নভেম্বর শ্রীনগর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তির ব্যবহার করে আসামিদের অবস্থান নিশ্চিত করে তাদের গ্রেফতার করা হয়।