চেঙ্গী দর্পন প্রতিবেদক , শ্রীনগর (মুন্সীগঞ্জ) : শ্রীনগরে জাল টাকা ও পিস্তলের গুলিসহ ১৩ মামলার আসামী মো. শুকুর (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ।
সোমবার বিকালের দিকে শ্রীনগর-দোহার সড়কের জশুরগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করেন এসআই আপন। শুকুর যশোর জেলার রাজাহাট উপজেলার মৃত খালেক মোল্লার ছেলে। জানা গেছে, শুকুরের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা ৯টি, চুরির মামলা ১টি ও বিশেষ ক্ষমতা আইনে ৩টি মামলা রয়েছে।
এব্যাপারে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, তার কাছ থেকে ১ হাজার টাকার জাল নোট ৫০টি ও ২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে। এঘটনায় তার বিরুদ্ধে জাল টাকা ও গুলির বিষয়ে আলাদাভাবে ২টি মামলা দায়ের প্রস্তুতি চলছে।