Breakingসারাদেশ

শ্রীনগরের জি.জে উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, শ্রীনগর ,মুন্সীগঞ্জ :
শ্রীনগরে বেলতলী গঙ্গাপ্রসাদ জগন্নাথ উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নূরুল আমিন মিয়াকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

৭ নভেম্বর ২০২৩ মঙ্গলবার দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানটির ২০০৫ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানের আয়োজন করে।

 

বেলতলী জি.জে উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোজাম্মেল হক জিলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন , শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন। অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের মহাসচিব মো. জাহাঙ্গীর খান, পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ্ খান মুন, বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, ২০০৫ ব্যাচের শিক্ষার্থী ও বীরতারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিম হোসেন খান, তন্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক দুলাল, শ্রীনগর উপজেলা ছাত্র লীগের সভাপতি শাওন খান, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন প্যারট প্রমুখ।

 

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নূরুল আমিন তার বক্তব্যে দীর্ঘদিনের কর্মস্থল প্রিয় বিদ্যালয়ের নানা স্মৃতি ও উল্লেখযোগ্য বিষয় তুলে ধরেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় শিক্ষক নূরুল আমিন ও আমন্ত্রিত অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Related Articles

Back to top button