শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা
চেঙ্গী দর্পন , স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা, শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত। শোভাযাত্রাটি শহরের চেঙ্গী স্কয়ার প্রদক্ষিণ করে শ্রী শ্রী কেন্দ্র্রীয় লক্ষী নারায়ন মন্দিরে এসে শেষ হয়।
শুক্রবার(১৯আগস্ট) সকালে জেলা শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দিরে এ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি তপন কান্তি দে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক ট্রাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা.এমপি।
এ উপলক্ষে আলোচনা সভায় বাংলাদোশ আওয়ামী লীগ জেলা শাখা’র দপ্তর সম্পাদক চন্দন কুমার দে’র সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্ম তিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী লক্ষত্র যোগে কৃষ্ণ মধুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেন। তাঁর এই জন্মদিনকে জন্মাষ্টমী বলা হয়ে থাকে। আজ সেই শুভ দিন।
তিনি আরও বলেন, সকল জাতি-গোষ্ঠী ধর্মকে নিয়ে আমাদের বাংলাদেশকে সাজাবো। একটি অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ, শান্তি পূর্ণভাবে দেশ গড়ে তোলার জন্য সকল সম্প্রদায়ের সর্বাত্মক সহযোগিতা একান্ত কাম্য। ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে আবির্ভাব হয়েছেন। তিনি জগতের প্রতিপালক।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,রিজিয়নের জোন কমান্ডার কমান্ডার লেঃ কর্ণেল সাইফুল ইসলাম সুমন. পিএসসি, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার(জিটুআই) মেজর মোঃ জাহিদ হাসান,পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম প্রমুখ।