শীতার্তদের মাঝে ২৩ বিজিবি -র শীতবস্ত্র বিতরণ

চেঙ্গী দর্পন প্রতিবেদক , মানিকছড়ি,খাগড়াছড়ি :
জেলার মাটিরাংগায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত যামিনীপাড়া জোনের (২৩ বিজিবি) উদ্যোগে থৈইলাপাড়া সরকারি প্রাইমারি বিদ্যালয় মাঠে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
১৪ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার সকালে যামিনীপাড়া বিজিবি জোন অধিনায়ক লে: কর্নেল খালিদ ইবনে হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করেন ।
জোন অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ের অবহেলিত, অসহায় মানুষের পাশে বিজিবি কাজ করে যাচ্ছে, শান্তি সম্প্রীতি ও উন্নয়নের লক্ষে এ ধারা অব্যাহত থাকবে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জোন উপ অধিনায়ক মেজর মোঃ আশিকুর রহমান, এসএম মোঃ মাসুদুর মিয়া, জোন এন.সি.ও মোহম্মদ রুহুল আমিন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবি-র পদস্থ কর্মকর্তাগণ সহ সুবিধাভোগীগন উপস্থিত ছিলেন।