শিবালয়ে সেলফির যাত্রী ট্রাক চাপায় নিহত
চেঙ্গী দর্পন ,স্টাফ রিপোর্টার, শিবালয় (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের শিবালয়ে সেলফি পরিবহনের এক নারী যাত্রী ট্রাকের চাপায় নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৮ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার বরংগাইল মধুমতি ফিলিং স্টেশনের পশ্চিম দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। পাটুরিয়া গামী সেলফি পরিবহনের মহিলা যাত্রী জানালা দিয়ে মাথা ও হাত বের করে রাখায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উথলী হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, বরংগাইল মধুমতি ফিলিং স্টেশনের পশ্চিম দিকে সড়ক দুর্ঘটনায় পারভীন বেগম (৫১) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি ফরিদপুরের মধুখালি উপজেলার ডোমাইন গ্রামের হায়দার মিয়ার স্ত্রী। সেলফি পরিবহন ( ঢাকা মেট্রো-ব ১৪-২৪০৬) আটক করা হলেও চালক এবং অজ্ঞাত আঘাত ট্রাক পালিয়ে গেছে। লাশের ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।