শিক্ষার প্রতি নিবেদিত প্রাণ প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

এস চাঙমা সত্যজিৎ , খাগড়াছড়ি :
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুস্মিতা ত্রিপুরা বলেন, লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রলয় জ্যোতি চাকমা একজন সৎ, নিষ্ঠাবান, কর্মনিষ্ঠ, নিবেদিত প্রাণ এবং আদর্শবান প্রধান শিক্ষক। তাঁর কর্মদক্ষতায় আজ লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয় ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার সুযোগ সৃষ্টি হয়েছে। আজকের এই লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবদান স্থানীয় এলাকাবাসী চিরদিন মনে রাখবেন। তাই স্মার্ট দেশ গড়তে হলে, ছাত্রছাত্রীদের স্মার্ট হতে হবে। আর সঠিক শিক্ষার পাঠ দানের মাধ্যমে তাদের স্মার্ট ও সুশিক্ষিত হতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। একজন আদর্শবান শিক্ষকই পারেন, শিক্ষার্থীদের মূল্যবোধে উজ্জীবিত করে সমাজকে আলোকিত করে গড়ে তোলা শিক্ষকদের গুরুত্ব অপরিসীম। আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনেও শিক্ষকদের নিরলসভাবে এগিয়ে আসতে হবে।
২৫ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার দুপুরে পানছড়ি উপজেলার পানছড়ি সদর ইউনিয়নের লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রঙ্গনে প্রধান শিক্ষক প্রলয় জ্যোতি চাকমার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রলয় জ্যোতি চাকমার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এডিন চাকমা। তাঁর বক্তব্যে বলেন, আমরা ছোটবেলায় শিখে এসেছি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। সেই জাতির কারিগর হচ্ছেন (শিক্ষক) আপনারা। আজ আমরা সোজা হয়ে দাঁড়াতে পারছি একমাত্র আপনাদের (শিক্ষকদের) কারণে। আমি বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে পরিদর্শন করতে গিয়ে বুঝেছি এই উপজেলায় শিক্ষার মান আরও মানসম্মত করতে হবে। সুতরাং মানসম্মত শিক্ষার জন্য আমাদের সকলকেই মিলেমিশে কাজ করে যেতে হবে।
পানছড়ি উপজেলার প্রাক-প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সৎ, কর্মনিষ্ঠ ও আদর্শবান প্রধান শিক্ষক প্রলয় জ্যোতি চাকমার অবসরজনিত বিদায় উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জ্যোতির্ময় পাড়ার কার্বারী বিপ্লব চাকমা। এতে আরও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও পানছড়ি মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক কৃতি কেতন চাকমা, প্রধান শিক্ষক দীপন চাকমা, শিউলী চাকমা, সহকারী শিক্ষক সুনীল ত্রিপুরা, সহকারী শিক্ষক অঞ্জলী ত্রিপুরা, সহকারী শিক্ষক নিন্টু চাকমা, অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রমেল চাকমা বিদায়ী প্রধান শিক্ষক প্রলয় জ্যোতি চাকমা, স্মৃতিচারণ করেন সুমেধ চাকমা, স্বাগত বক্তব্য রাখেন মিলন দেওয়ান সহ প্রমুখ।