Breakingঅপরাধসারাদেশ

শরীয়তপুরে ঘুষের টাকা সহ দুদকের জালে বিসিক কর্মকর্তা

স্টাফ রিপোর্টার , শরীয়তপুর :
ঘুষ লেনদেনের সময় দুদকের জালে ঘুষের টাকা সহ হাতে নাতে আটক হয়েছেন বিসিক শরীয়তপুর জেলা কার্যালয়ের উপ ব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেন ।

 

৬ এপ্রিল  বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর শহরের প্রেমতলা বিসিক শিল্প নগরীর কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দৃর্নীতি দমন কমিশন দুদকের মাদারীপুর স্বমন্বিত জেলা কর্যালয়ের সহকারী পরিচালক আক্তারুজ্জামান এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানটি মনিটরিং করেছেন দুদকের উপ পরিচালক মো: আতিকুর রহমান।

 

অভিযান শেষে দুদকের মাদারীপুর স্বমন্বিত জেলা কর্যালয়ের উপ-পরিচারক মো: আতিকুর রহমান সাংবাদিকদের জানান, জনৈক এস্কেন্দার ঢালীর একটি প্রতিষ্ঠানের খাত পরিবর্তনের জন্য আবেদন করলে তার কাছে মনির হোসেন এক লক্ষ পচিশ হাজার টাকা দাবী করেন। এস্কান্দার ঢালী ঘুষ দিতে রাজি না হওয়ায় আমাদের সাথে যোগাযোগ করে। দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদন স্বাপেক্ষে আজ পঞ্চাশ হাজার টাকা লেনদেনের সময় আমারা হাতে নাতে মনির হোসেনকে আটক করি। এর আগে এস্কান্দার ঢালীর কাছ থেকে আরো ৪৭ হাজার টাকা নিয়েছে মনির হোসেন। মাদারীপুর স্বমন্বিত জেলা কর্যালয়ের সহকারী পরিচালক আক্তারুজ্জামান বাদী হয়ে তাকে আদালতে সোর্পদ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

Back to top button