Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

লোহাগাড়ায় জাল নোট সহ আটক ২

চেঙ্গী দর্পন প্রতিবেদক, লোহাগাড়া , চট্টগ্রাম :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে অভিযান চালিয়ে ২০ লাখ টাকার জাল নোটসহ দুই প্রতারককে আটক করেছে পুলিশ।

১ মার্চ ২০২৩ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই মাহফুজুর রহমান নেতৃত্বে একটি পুলিশি টিম হানিফ পরিবহনের বাসে অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করে।

আটককৃতরা হলো সাতকানিয়া উপজেলার কাঞ্চনা জোট পুকুরিয়া এলাকার মৃত আবুল কাসেমের পুত্র ওমর আলী (৫০) ও ভোলা দৌলত খাঁ চর পাড়া এলাকার মোঃ বেলায়েতের পুত্র রুবেল (৩২) ।

 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমাণ জাল টাকা সহ দুই প্রতারক বাসে করে চট্টগ্রামে যাচ্ছিল।

পরে বাস থামিয়ে অভিযান পরিচালনা করি । এ সময় দুজনের হাতে থাকা সবজি বাজারের ব্যাগ তল্লাশি করে ২০ লাখ টাকার জাল নোট উদ্ধার করি। আটক দুই প্রতারকের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। রমজান মাসকে সামনে রেখে বাজারে তাদের জাল নোট ছড়ার টার্গেট ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। অবৈধ জাল টাকা কারবারীদের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button