Breakingঅপরাধচট্টগ্রাম অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

লোহাগাড়ায় এসএসসি পরীক্ষার্থীদের উত্যক্ত করায় যুবকের সাজা

চেঙ্গী দর্পন প্রতিবেদক ,লোহাগাড়া ,চট্টগ্রাম : চট্টগ্রামের লোহাগাড়ায় এসএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করার দায়ে রিদুয়ান (১৯) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতে তাকে সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ।

জানা গেছে, ইভটিজার রিদুয়ানকে ধরতে গিয়ে এক আনসার সদস্য আহত হয়েছেন। দণ্ডপ্রাপ্ত রিদুয়ান উপজেলা সদরের পুরাতন থানা এলাকার মুহাম্মদ ইউনুচের পুত্র। 

উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ বলেন, শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের গেইটে কিছু এসএসসি পরীক্ষার্থী দেরকে উত্ত্যক্ত করছে কিছু বখাটে যুবক। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। এসময় স্কুলের গেইটের সামনে থেকে রিদুয়ানকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক যুবককে ইভটিজিংয়ের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

পরে জেল হাজতে প্রেরণের জন্য আসামিকে লোহাগাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে জানান তিনি।

Related Articles

Back to top button