Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
লোগাং বিজিবি জোনের জন কল্যাণ মূলক কর্মসূচী এবং আর্থিক অনুদান প্রদান
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি :
জেলার পানছড়ি উপজেলার লোগাং বিজিবি-র জন কল্যাণ মূলক কর্মসূচী এবং আর্থিক অনুদান প্রদান করে।
২৩ আগষ্ট ২০২৩ বুধবার সকালে পানছড়ি-র লোগাং জোন (৩ বিজিবি) কার্যালয়ের সামনে দুঃস্থদের মাঝে ঢেউটিন , সেলাই মেশিন ,পানছড়ি ফুটবল একাডেমিকে ফুটবল , খেলার বুট , এইচএসসি শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান করেন জোন অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম পিএসসি ।
জোন অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় অবৈধ মাদক-চোরা চালান প্রতিরোধ, অপরাধ কর্মকাণ্ড প্রতিহত করা,সীমান্ত সুরক্ষা সহ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা , অসহায় দুঃস্থদের সহযোগীতা , জন কল্যাণ মূলক কর্মসূচী অব্যাহত থাকবে।