Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

লোগাং বাজার এবতেদায়ী ও হাফেজি মাদ্রাসার বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
জেলার পানছড়ি উপজেলার সীমান্ত সংলগ্ন লোগাং বাজার এবতেদায়ী ও নুরানি মাদ্রাসায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ।

 

১ জানুয়ারী ২০২৫, বুধবার লোগাং নুরানী শিশু পার্কে সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী মোঃ জহিরুল ইসলাম আরমানের আয়োজনে কাজী সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোগাং জোন ৩ বিজিবি অধিনায়ক।

প্রধান অতিথি বলেন, শিক্ষার্থী ছেলে-মেয়েদেরকে মোবাইল থেকে দূরে রাখতে হবে। সৎ ও আদর্শ হতে হলে ধর্মীয় শিক্ষাকে সঠিকভাবে লালন করতে হবে। প্রতিষ্ঠানের চেয়ে পারিবারিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালোভাবে গ্রহণ করে। শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারা বজায় রাখতে যে কোন সময় জোন অধিনায়ক পাশে থাকবেন বলে আশ্বস্থ করেন। এসময় তিনি মেধা তালিকায় উর্ত্তীন্ন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ৩ বিজিবি-র পক্ষ থেকে শিক্ষা সামগ্রী ও খাদ্য সমগ্রী বিতরণ করেন।


এ সময় অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা বিএনপি-র সহ সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপি-র সভাপতি মোঃ বেলাল হোসেন, উপজেলা বিএনপি-র সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম,দপ্তর সম্পাদক মোঃ সুলাইমান, আব্দুল মালেক মির্জা, আব্দুল জলিল, মডেল মসজিদের খতিব সাব্বির মাহমুদ রশিদী, মাওলানা মুফতি মহিউদ্দিন, মাওলানা মুফতি আব্দুলাহ, স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button