Breakingখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলসারাদেশ

লোগাং জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

চেঙ্গী দর্পন প্রতিবেদক. পানছড়ি, খাগড়াছড়ি : জেলার পানছড়ি উপজেলার লোগাং করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় দুই শতাধিক হতদরিদ্রের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করেছেন ৩বিজিবি লোগাং জোন।

২৭ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১টার সময় পরিচালিত মেডিক্যাল ক্যাম্পেইনে উপজাতীয় জনগোষ্ঠীর লোকজনরা এই সেবা গ্রহণ করেন।বিনামূল্যে চিকিৎসা (মেডিকেল ক্যাম্পেইন) এ উপস্থিত ছিলেন ৩ বিজিবি পানছড়ি ব্যাটেলিয়ন এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডাঃমোঃমশিউর রহমান এএমসি।

মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় জনগণ বিজিবির নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।

এ ব্যাপারে পানছড়ি ৩বিজিবি লোগাং জোন এর জোন কমান্ডার লেঃকর্ণেল জাহিদুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ে দুস্থ ও গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানে পানছড়ি ব্যাটেলিয়ন নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে। ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

Related Articles

Back to top button