লাল সবুজের পতাকায় চির বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আহমদ
স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দমদম গ্রাম নিবাসী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আহমদ ঢাকার এবটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন….
২৫ ফেব্রুয়ারী ২০২৪ রবিবার রাত ২.৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর স্ত্রী , ৫ ছেলে,১ মেয়ে , নাতি-নাতনী সহ গুনগ্রাহি রেখে যান । পারিবারিকভাবে তাঁর বড় ছেলে মো: আবুল কালাম আযাদ সকলের কাছে উনার পিতার জন্য দোয়া কামনা করেছেন।
পারিবারিক ব্যবস্থাপনায় দুপুরে লাশবাহি এ্যাম্বুলেন্সে তাঁকে জেলার পানছড়ি আনা হয়। বিকাল ৪টায় পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় মাঠে সহকারী কমিশনার (ভুমি) আহমেদ হাসানের নেতৃত্বে রাষ্ট্রীয় সম্মানে গার্ড অব অনার প্রদান শেষে বাদ আছর জানাজা দেওয়া হয়। এ সময় হাজারো লোক জানাজায় অংশ গ্রহন করে দমদম কররস্থানে তাঁকে দাফন করেন।