Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ
লামা- আলীকদম সড়কে দূর্ঘটনায় আহত ১১
চেঙ্গী দর্পন প্রতিবেদক, আলীকদম , বান্দরবান : জেলার লামা- আলীকদম সড়কের রেপার পাড়া কেরারঝিরি এলাকায় মাহিন্দ্রা গাড়ি দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী, নারী, শিশু সহ মোট ১১ জন আহত হয়।
২৩ ফেব্রুয়ারী ২০২৩ বৃহস্পতিবার বিকালে মাহিন্দ্রা গাড়িতে অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেেই এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় ৪ জনকে আলীকদম স্বাস্থ্যকমপ্লেক্স থেকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ছাত্র- ছাত্রীরা আলীকদম চৈক্ষ্যং পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক বলে জানা যায়।
আহত শিক্ষার্থী, অভিভাবক ও স্বজনদের আহাজারিতে আলীকদম হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠেছে। খোঁজ নিয়ে জানা যায়, স্কুল ছুটির পর শিক্ষার্থীরা সবাই স্কুল থেকে বাড়ি ফিরছিল।