লামায় মন্দির ও দোকানে হামলায় ক্ষতিগ্রস্থদের অনুদান প্রদান
চেঙ্গী দর্পন প্রতিবেদক, লামা (বান্দরবান) :পার্বত্য বান্দরবানের লামা কেন্দ্রীয় হরিমন্দির ও সনাতন ধর্মালম্বীদের দোকানপাটে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্থদের হাতে ১০ লক্ষ টাকা আর্থিক অনুদান তুলে দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে লামা উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্থ ২৪ পরিবারের হাতে এসব অর্থ তুলেদেন তিনি। একই অনুষ্ঠানে লামা সদর ইউনিয়নের বলিয়ারচর কমিউনিটির জীবিকায়ন প্রকল্পের ১০১ জন উপকারভোগীর মাঝে ৩০ হাজার টাকা করে তুলে দেন। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস এর অর্থায়নে বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিট এই অনুদান প্রদান করেছে বলে সংশ্লিষ্টরা জানান।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট ইউনিট, বান্দরবানের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, লামা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম এবং উপজেলার ৭ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান।
অনুষ্ঠানে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ ও দুস্থদের মাঝে শীত কম্বল বিতরণ করা হয়েছে। একই দিন সকালে মন্ত্রী লামা পৌরসভার ৪নং ওয়ার্ডে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত কাটা পাহাড় জামে মসজিদ উদ্বোধন করেন।