Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ
লামায় এক অস্ত্রধারী আটক
চেঙ্গী দর্পন প্রতিবেদক,লামা ,বান্দরবান : উপজেলার ফাইতং ইউনিয়নের শিবাতলী পাড়া থেকে অংছিং থোয়াই মার্মা (২৫) দেশেীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
২৭ ফেব্রুয়ারী ২০২২ রোববার দিনগত রাতে তাকে আটক করা হয়। আটককৃত অংচিং উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের অংহ্লারী পাড়ার মংথুইহ্লা মার্মার ছেলে।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী ফাইতং ইউপি চেয়ারম্যার উমর ফারুকের বরাত দিয়ে বলেন, গ্রেপ্তার যুবক অবৈধ অস্ত্র নিয়ে স্থানীয় জনগণকে প্রাণ নাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন দেখিয়ে আসছে। গত রাতেও অস্ত্র নিয়ে এলাকায় গিয়ে আগের মতো ভীতিকর পরিবেশ সৃষ্টি করার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।