খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

লক্ষীছড়িতে গাঁজা খেত ধ্বংস করেছে সেনাবাহিনী

 

মানিকছড়ি,খাগড়াছড়ি :
মাদক মুক্ত দেশ গড়তে পাহাড়ের গহিন অরণ্যে গুইমারা রিজিয়নের লক্ষীছড়িতে ৭৫ লক্ষ টাকার গাঁজা ক্ষেত ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

 

সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীছড়ি সেনা জোনের বার্মাছড়ি আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা বার্মাছড়ি মুখ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তিন বিঘা গাঁজা চাষের জমির সন্ধান পায়।

 

দীর্ঘদিন ধরে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীরা লোকচক্ষুর আড়ালে গহিন অরণ্যে গাঁজা চাষ করে আসছে, এমন তথ্যের ভিত্তিতে লক্ষীছড়ি জোনের আওতাধীন বার্মাছড়ি আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা বার্মাছড়ি মুখ এলাকার গহিন অরণ্যে অভিযান চালিয়ে গাঁজা ক্ষেতটি ধ্বংস করে। ধ্বংস করা জমিতে আনুমানিক প্রায় ৭৫ লক্ষ টাকার গাঁজা উৎপাদন হতো বলে ধারণা করা হচ্ছে।

 

লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি, জি বলেন পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর দৈনন্দিন অভিযান চলমান রয়েছে। তিনি আরো ব্যক্ত করেন, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকের চোরাচালান রোধে লক্ষীছড়ি জোন সদা প্রস্তুত এবং তা বাস্তবায়ন করার লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন ।

Related Articles

Back to top button