Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ
রোয়াংছড়িতে বিনামূল্যে ছাগল, শুকর, কৃষি উপকরণ, সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রোয়াংছড়ি: বান্দরবান:
জেলার রোয়াংছড়িতে কম্প্যাশন ইন্টার ন্যাশনেল বাংলাদেশ সহযোগিতায় ও কমিউনিটি ডেভলপমেন্ট কনসার্ন (সিডিসি) বাস্তবায়নে এবং পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প আওতায় রোয়াংছড়ি প্রকল্প অফিস বিডি-০৫০৩ এর আয়োজনের আয়বর্ধক কার্যক্রমে পশু-পালনের বিনামূল্যে উপকার ভোগী ২০ জনকে ছাগল, ২১ জনকে শুকর, ১০ জনকে বাগান সৃজনে কৃষি উপকরণ, বেকারত্ব দূরকরণে ৫ জন মহিলাদের সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসা করণে ১১ জনকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
২৪ জানুয়ারী ২০২৪, বুধবার বিভিন্ন উপকরণ প্রদান অনুষ্ঠানের উপস্থিত ছিলেন প্রকল্প অফিসের ম্যানেজার লাল রাম কাপ বম, রোয়াংছড়ি প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাথোয়াইঅং মারমা, কো-অর্ডিনেটর লাল থার ঙাক বম (জেমস), হিসাব রক্ষক লালভেং বম, সামময় বম, হ্লাছোহ্রী মারমা সহ আরো অনেকে।