পার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ
রোয়াংছড়িতে নিউট্রিশন বিষয়ক কর্মশালা
চেঙ্গী দর্পন প্রতিবেদক, রোয়াংছড়ি, বান্দরবান :
বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজনের পুষ্টি বিষয়ক কর্মশালা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
১৮মার্চ ২০২৪, সোমবার আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাক্তার মংহ্লাপ্রু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, কৃষি কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হক, ইউএফপিও ডা: এসএম তুহীন ইসলাম , সমাজ সেবা কর্মকর্তা থুইয়ইচিং মারমা, আলোক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা সহ সুশীল সমাজের ও স্থানীয় জনপ্রতিনিধিগণ এবং উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ কর্মশালা অংশগ্রহণ করেন।