Breakingবান্দরবানসারাদেশ

রোয়াংছড়িতে গ্রামীন সড়কে রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রোয়াংছড়ি বান্দরবান : ‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ প্রতিপদ্য নিয়ে সুরক্ষা সহিত বাস্তবায়নের ঢাকা এলজিইডি প্রধান প্রকৌশলী বলিষ্ট ভূমিকা ও বান্দরবান এলজিইডি নির্বাহী প্রকৌশলী আন্তরিক সহযোগিতায় রোয়াংছড়ি উপজেলা এলজিইডি প্রকৌশলী তত্ত্ববধানের ও সিও এলজিইডি এলজিইডি মাঠ পর্যায়ে তদারকির মাধ্যমে অসহায় দু:স্থ স্বামী পরিত‍্যাক্তা বিধবা নারী কর্মীদের নিয়ে গঠিত আরই (আরএমপি)-৩, প্রকল্পের আওতায় বান্দরবানের রোয়াংছড়িতে গ্রামীণ সড়কে মোবাইল রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১লা অক্টোবর( উপজেলার রোয়াংছড়ি-কচ্ছপতলি সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন উপজেলার চেয়ারম্যান চহাইমং মারমা। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল‍্যাহ আল জাবদ, ৩নং আলেক্ষ‍্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ‍্যা, স্থানীয় সরকার (এলজিইডি) প্রকৌশলী মো: ইফরাদ বিন মনীর, মো: কামাল হোসেন। প্রকৌশলী ইফরাদ জানান, মুজিব বর্ষ উপলক্ষে এলজিইডি চলতি বছর অক্টোবর মাসকে গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ সেবা মাস ঘোষণা করা হয়েছে। এলজিইডির তত্ত্বাবধানে রোয়াংছড়ি উপজেলা গ্রামীন পাকা সড়কে মোবাইল রক্ষণাবেক্ষন কার্যক্রম শুরু করেছে। উপজেলা প্রধান সড়কগুলো ছোট বড় গর্ত হওয়ায় সংস্কার করে সড়কে চলাচলের মান বজায় রাখতে এ সব কথা বলেন।

Related Articles

Back to top button