রোয়াংছড়িতে আগুনে পুড়ে অটোরিক্সা দুটি ভস্মীভূত
চেঙ্গী দর্পন প্রতিবেদক, রোয়াংছড়ি , বান্দরবান :
জেলার রোয়াংছড়িতে গভীর রাতে উথোয়াইসিং মারমার দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। দোকান ভিতরে রাখা আলী আহাম্মদ (৬৫) দুই ছেলের মোহাম্মদ জয়নাল আবদীন (২৬) ও মোহাম্মদ জিয়াউল হক (২২) দুই ভাইয়ের অটোরিক্সা দুইটি সম্পূর্ণ ভস্মীভূত হছে।
১৩ মার্চ ২০২৪ বুধবার গভীর রাতে আড়াইটা দিকে ওয়াগই পাড়া বাস স্টেশন এলাকার অগ্নিকান্ডে ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা বিশু কুমার দাশ বলেন রাতে আড়াই টা দিকে হঠাৎ ফোন আসে বাস স্টেশন এলাকার দিকে অগ্নিকান্ড হয়েছে খবর শুনে আমরা দ্রুত ফোর্স নিয়ে গিয়ে দেখতে পাই কাঁচা ও পুরানো দোকান ঘর এবং শুকনো হওয়ায় আগুন দ্রুতই ছড়িয়ে গেছে। তারপরও আমাদের ইউনিট প্রচেষ্টায় আগুন নিবানো হয়েছে। একটি মাত্র দোকান ঘর পুড়িয়ে গেছে। আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে। তবে দোকানের ভিতরে রাখা দুটি অটোরিক্সা সম্পূর্ণ আগুনের পুরে গেছে।
তিনি আরো বলেন দোকানে ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা ধারণা করা হয়েছে।
অটোরিক্সা মালিক জয়নাল আবেদীন বলেন আমি প্রতি দিন দোকানের ভিতর ব্যাটারী চার্জ দিয়ে রাখি কিন্তু আজ কি হলো জানিনা। এ অটোরিক্সা আগুনের পুড়ে যাওয়াই আমাদেরকে পঙ্গু করে দিয়েছে।