Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ
রোহিঙ্গা ক্যাম্পে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

উখিয়া ,কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার হাত-পা বাঁধা অবস্থায় ছিল।
২৬ জুন ২০২৩ সোমবার সকাল ৭টার দিকে উখিয়ার বালুখালী ১৮ নম্বর ক্যাম্পের এইচ/৫৯ ব্লক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবক আশিক এলাহী (২৩) উখিয়ার ১১ নম্বর ক্যাম্পের সি/৭ ব্লকের শহিদুল হকের ছেলে। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে হাত-পা বাঁধা আবস্থাতে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যা। তবে কে বা কারা হত্যা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। হত্যার রহস্য বের করতে পুলিশ কাজ করছে ।