চেঙ্গী দর্পন প্রতিবেদক, কক্সবাজার : দ্বিতীয় দিনের মত সর্বাত্মক লকডাউন চলছে রোহিঙ্গা ক্যাম্প সমুহে। কক্সবাজারের উখিয়া উপজেলা কুতুপালং, বালুখালীও টেকনাফের নোয়া পাড়া, লেদা, উনছিপ্রাং সহ অন্যান্য ক্যাম্প সমূহের কাচামালের দোকান ব্যতীত সমস্ত দোকানপাট বন্ধ রাখা হয়েছে।
এনজিও সংস্থার হাসপাতাল ছাড়া অন্য সব অফিস বন্ধ আছে। ক্যাম্প এলাকায় এম্বুলেন্স ও নিরাপত্তাকর্মীর গাড়ি ব্যাতিত এনজিও সংস্থার আর কোন গাড়ী প্রবেশ করেনি।
ক্যাম্প এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক ও নজরাধীন আছে বলে জানিয়েছেন কক্সবাজার ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (১৬ এপিবিএন) তারিকুুল ইসলাম তারিক। তিনি বলেন গত ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন চলছে রোহিঙ্গা ক্যাম্পে। এবংএলাকার পরিস্থিতি নজরদারির মধ্যে রয়েছে।