Breakingঅপরাধচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের গোলাগুলিতে ২ জন নিহত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, উখিয়া ,কক্সবাজার  :
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসও এর মধ্যকার পৃথক গোলাগুলিতে দুই রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে।

 

৯ অক্টোবর ২০২৩ সোমবার ভোরে এ ঘটনা ঘটে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী নিশ্চিত করেছেন।

 

জানা যায়, ভোর ৪টার সময় ক্যাম্প- ২ ইস্টের ৭নং ব্লকে মাহমুদুল হকের বাড়ির সিঁড়িতে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। নিহত সানাউল্লাহ (২৭) ক্যাম্প ৭ এর বি/২ ব্লকের বাসিন্দা।

 

অপর দিকে, রাত ৩ টার সময় রোহিঙ্গা ক্যাম্প-৫ এর এ/৪ ব্লকের আলী জোহরের চায়ের দোকানের সামনে আরেক জনকে গুলি করে হত্যা করা হয়। নিহত আহম্মদ হোসেন (৩৬) ক্যাম্প-৭ এর এ/৩৮ ব্লকের আব্দুল গফুরের ছেলে।

 

উখিয়া থানা পুলিশ জানায়, সোমবার ভোর রাতে উখিয়া উপজেলার কুতুপালং ২ ইস্ট ও ৫নং রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসা ও আরসা বিরোধী গ্রুপের মধ্যে পৃথক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুই আরসা সন্ত্রাসী নিহত হয়। নিহত সানাউল্লাহ কুতুপালং ক্যাম্পের আরসা’র শীর্ষ সন্ত্রাসী। সে ক্যাম্প-২ ইস্টে আবুল কালাম মাঝি হত্যা, তাহের মাঝি হত্যা, আমিন মাঝি হত্যা চেষ্টা সহ বহু হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত। নিহত সানাউল্লাহ এক বছর পূর্বে এবিপিএন সদস্য মোঃ সাঈদুল ইসলাম কে কুপিয়ে জখম করার ঘটনার সাথে জড়িত ছিল।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, নিহতদের ময়না তদন্ত রিপোর্টের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে । ঘটনার পরপরই ক্যাম্পে এপিবিএন পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। ক্যাম্পের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Related Articles

Back to top button