রামগড় বিজিবি-র অভিযানে কাঠ ও মদ আটক
চেঙ্গী দর্পন প্রতিবেদক,রামগড় , খাগড়াছড়ি : জেলার রামগড়ে বিজিবি-র পৃথক পৃথক অভিযানে গোলকাঠ ও সীমান্ত পথে দিয়ে আসা ভারতীয় মদ আটক করেছে।
২৩ সেপ্টেম্বর ২০২২ সোমবার বিকেলে রামগড়ের ফেনী নদীর কুল সুজা মিয়ার চর এলাকায় মালিকানা বিহীন ৩৯ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করে ৪৩ বিজিবি টহল দল।
একই দিনে পৃথক আরো একটি অভিযানে ব্যাটালিয়নে আওতাধীন ভূজপুর থানার আধাঁর মানিক এলাকা থেকে মালিকানা বিহীন ২৭ হাজার টাকার ভারতীয় মদ ও হেয়াকো বিওপির পশ্চিম গজারিয়া নামক এলাকা হতে মালিক বিহীন বিভিন্ন ধরনের ৭১ হাজার ২৫০ টাকা মূল্যের গোলকাঠ জব্দ করা হয়।
বিজিবি সুত্র জানায় ,জব্দকৃত মদ সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করে জোন সদরে জমা করা হয়েছে এবং জব্দকৃত কাঠ হেয়াকো বন বিটে জমা করা হয়েছে।
৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানান, ‘সীমান্ত পথে আসা এসব মাদক-চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা সবোচ্চ সতর্ক রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি সকল অপকর্ম প্রতিরোধে বিজিবি-র অভিযান অব্যাহত থাকবে।