রামগড়ে সমাজ সেবার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সনদ বিতরণ
রামগড় , খাগড়াছড়ি :
খাগড়াছড়ির রামগড়ে শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার অফিস এপ্লিকেশন এবং গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং কোর্সের ১৯ তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং ১৬ তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারী ২০২৩ রবিবার বিকালে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার প্রশিক্ষণ ল্যাবে শহর সমাজসেবা অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাশ, সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাশেদ চৌধুরী, উপজেলা সমাজ সেবা অফিসার আজিজুর রহমান আনজুম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভাঃ) আবুল কালাম, উপজেলা ফায়ার সার্ভিস ওয়ার হাউজ ইন্সপেক্টর ইফতেখার হোসেন, শহর সমাজ সেবা কার্যালয়ের সমন্বয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, সাবেক সভাপতি জানে আলম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা, সাংবাদিক , গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৬ টি জটিল ও দূরারোগ্য রোগের এককালীন অনুদান কর্মসূচী থেকে রামগড় পৌরসভার ক্যান্সার, কিডনি, স্ট্রোকে প্যারালাইজড আক্রান্ত ৫ জন রোগীকে ৫০ হাজার টাকা করে ২ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন অতিথিরা।