Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

রামগড় , খাগড়াছড়ি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ৫ আগস্ট বহুমাত্রিক সৃষ্টিশীল প্রতিভার অধিকারী শেখ কামালের জন্ম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে মাত্র ২৬ বছর বয়সে জাতির পিতার হত্যাকারী ঘৃণ্য শত্রুদের বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদতবরণ করেন তিনি। রক্তাক্ত ১৫ আগস্টে শেখ কামালই প্রথম শহিদ।

 

আজ শনিবার সকালে খাগড়াছড়ির রামগড়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এই বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

 

এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের মুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ভাঃ) মানস চন্দ্র দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ব্যক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা আক্তার, রামগড় থানার ওসি মোঃ মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইলিয়াস হোসেন, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক গাজী, সাবেক জেলা শিক্ষা অফিসার রামেশ্বর চন্দ্র শীল সহ প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার কাউন্সিলর, হেডম্যান, কার্বারী, আওয়ামীলীগের নেতা-কর্মী ও সাংবাদিকবৃন্দ।

Related Articles

Back to top button