Breakingখাগড়াছড়িখেলাধুলাপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিরতণ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় , খাগড়াছড়ি  : খাগড়াছড়ির রামগড়ে উপজেলা পর্যায়ে ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

 

১৭ জানুয়ারী ২০২৩ মঙ্গলবার দুপুরে রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক স্কুল ও মাদরাসা শিক্ষার্থীদের অংশ গ্রহণে তিন দিনব্যাপি অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল আলম কামাল, রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নে সহকারী পরিচালক রাজু আহামেদ, থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র কর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু কাউছার, রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় ও রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে চারটি বিষয়ে প্রতিযোগিতায় একক ও দলীয় ইভেন্টে অংশ নিয়ে বিজয়ী হয়। বিজয়ীরা আগামী ১৮ জানুয়ারি জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

Related Articles

Back to top button