Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে বিয়ে বাড়ি থেকে ধর্ষণ মামলার আসামী আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় , খাগড়াছড়ি  :
খাগড়াছড়ির রামগড়ে কনে পক্ষের মেহমান সেজে শুক্রবার রাতে বরের বাড়ি থেকে ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃত যুবক মাহবুবুল আলম (৩৫) পৌরসভার বাগান টিলা এলাকার কবির আহাম্মদ এর ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০১৯ সালের ১০ ডিসেম্বর ওই যুবকের বিরুদ্ধে রামগড় থানায় মামলা করে ভিকটিমের পরিবার।

 

পুলিশ জানান, গোপনে সংবাদ পেয়ে মিরসরাই থানার করেরহাট এলাকা থেকে আসা কনে বাড়ীর মেহমান সেজে বিয়ের দ্বিতৃয় দিন বরের বাড়িতে বউভাত অনুষ্ঠানে অংশ নেয় পুলিশ। আসামী কিছু বুঝে উঠার আগেই তার শ্বশুরবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আসামীর শালকের বিয়ে অনুষ্ঠান ছিলো ওই বাড়িতে।

 

রামগড় থানা উপ-পরিদর্শক শামসুল আমীন জানান, আসামী দীর্ঘদিন পলাতক ছিলো। খবর পেয়ে কৌশলে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Related Articles

Back to top button