Breakingখাগড়াছড়িদুর্ঘটনাসারাদেশ

রামগড়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের

রামগড়, খাগড়াছড়ি প্রতিনিধি:
জেলার রামগড়ে অটো রিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো: আরমান (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

১৪ জুন ২০২৩ ,বুধবার রাত ৮টার দিকে রামগড় পৌরসভার চৌধুরীপাড়া হাসপাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরমান পৌরসভার তৈছাড়ালাপাড়া এলাকার বাসিন্দা মো: আরিফ এর ছেলে।

 

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, চার্জে লাগানো অটোরিকশার ব্যাটারিতে হাত লাগাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা তাকে বিদ্যুৎ মুক্ত করে দ্রুত রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

 

রামগড় থানার এস আই মো: শামসুল আমিন জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়না তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

 

Related Articles

Back to top button