Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
রামগড়ে বিজিবির কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
চেঙ্গী দর্পন প্রতিবেদক , রামগড় , খাগড়াছড়ি : খাগড়াছড়ির রামগড় ৪৩ ব্যাটালিয়ন বিজিবি-র অর্থায়নে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ৪২তম কম্পিউটার প্রশিক্ষণ বিভাগের ৩২জন ছাত্রের অংশ গ্রহনে কোর্সের উদ্বোধন করা হয়েছে।
১৩ নভেম্বর ২০২২ রবিবার সকালে রামগড় জোন মহিলা কল্যাণ সমিতি প্রশিক্ষণ হল রুমে রামগড় জোনের ষ্টাফ অফিসার সহকারী পরিচালক রাজু আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রামগড় জোনের ষ্টাফ অফিসার সহকারী পরিচালক রাজু আহমেদ বলেন, এ অঞ্চলের জন সাধারণের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষে ৪৩ বিজিবি দীর্ঘ কয়েক বছর যাবৎ কম্পিউটার সহ কারিগরি সহায়তা দিয়ে আসছে যা শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে এবং বিজিবি-র এমন উন্নয়ন কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে।
এ সময় জোন এনসিও ঠান্ড মিয়া সহ বিজিবি পদস্থ কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।