Breakingখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলসারাদেশ
রামগড়ে বিজিবির উপহার পেল ১৪০ পরিবার
চেঙ্গী দর্পন , স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি : জেলার রামগড় ৪৩ বর্ডার গাড ব্যাটালিয়ন বিজিবির ব্যাবস্থাপনায় সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় ব্যাটালিয়নের আওতাধীন স্থানীয় গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে বিজিবি।
রবিবার (৩০ অক্টোবর) সকাল ৮টায় ব্যাটালিয়ন সদরে ১৪০ টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে আর্থিক উন্নয়নে উপহার সামগ্রী বিতরণ করেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।
বিতরণের মধ্যে ছিলো, সেলাই মেশিন, রিক্সা, টেলিভিশন, ঢেউটিন, খাদ্য সামগ্রী (ত্রাণ), টিউবওয়েল ও নগদ টাকা বিতরণ করা হয়।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, রামগড় বিজিবি অতীতেও জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এই অঞ্চলের বিভিন্ন উন্নয়ন এবং দুর্যোগে আমরা সবসময় আছি। বিজিবি স্থানীয় গরীব, দুস্থ ও অসহায় জনগোষ্ঠিদের আত্ম-কর্মসংস্থানমূলক কর্মসূচীর মাধ্যমে দরিদ্রদেরকে স্বাবলম্বী করে তুলছি।