Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে বিজিবি’র ঈদ উপহার বিতরণ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ি রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোনের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে জোন আওতাধীন এলাকার দরিদ্র জনগোষ্ঠিদের মাঝে ঈদ শুভেচ্ছা সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

২১ এপ্রিল ২০২৩ শুক্রবার সকালে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় জোন সদর, রামগড় বিওপি, মহামুনি বিওপি ও খাগড়াবিল বিওপিতে প্রায় পাঁচ শতাদিক দরিদ্র জনগোষ্ঠির লোকজনের মাঝে ঈদ শুভেচ্ছা সামগ্রী বিতরণ করেন রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম।

ঈদ সামগ্রী বিতরণকালে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত পাহাড়ী এবং বাঙ্গালী গরীব ও দুঃস্থদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় জোন কর্তৃক এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।

 

এ সময় জোন স্টাফ অফিসার সহকারী পরিচালক রাজু আহামেদ, জোন জেসিও জাহানুর সহ বিজিবির পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button