রামগড়ে বিজিবি’র অভিযানে মদ ও অবৈধ কাঠ জব্দ
চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় , খাগড়াছড়ি : জেলার রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও একটি চাঁদের গাড়িসহ গোলকাঠ জব্দ করা করেছে ।
৭ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার বিকালে রামগড় ৪৩ বিজিবি-র আওতাধীন লক্ষিছড়া বিওপি-র নায়েব সুবেদার মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে টহলদল জেলার মাটিরাংগা থানার উত্তর লক্ষিছড়া এলাকা হতে মালিক বিহীন কড়াই গোল কাঠসহ একটি চাঁদের গাড়ী জব্দ করে।
অপরদিকে সোমবার মধ্যরাতে রামগড় ব্যাটালিয়নের অধীনস্থ কয়লার মুখ চেক পোষ্টের হাবিলদার মোঃ আবু খালেদ শেখ এর নেতৃত্বে একটি টহল দল জোরার গঞ্জ থানার কয়লার মুখ চেক পোষ্টে মালিক বিহীন ১৫ বোতল ভারতীয় মদ জব্দ করে।
বিজিবি জানায়, জব্দকৃত গাড়ী ও কাঠের মূল্য ১০ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। পরে জব্দকৃত কাঠ ও গাড়ি রামগড় বনবিট অফিসে জমা করা হয় এবং জব্দকৃত মদ জোরাল গঞ্জ থানায় জিডি করে পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
৪৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান জানান, বিজিবি’র নিয়মিত অভিযানে এসব মাদক ও কাঠ জব্দ করা হয়েছে। মাদক ও চোরাচালান সহ সীমান্ত অপরাধ রুখতে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।