Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

রামগড়ে বিজিবি’র অভিযানে কাঠ জব্দ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড়,খাগড়াছড়ি : জেলার রামগড়ে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোন সদস্যদের অভিযানে বিপুল পরিমাণ গোল কাঠ জব্দ করা হয়েছে।

বুধবার ৩১ আগষ্ট ২০২২ বিকালে রামগড় জোনের টহল কমান্ডার নায়েক সুবেদার ঠান্ডু মিয়ার নেতৃত্বে একটি টহল দল জোনের আওতাধীন বৌদ্ধপাড়া সিআইও ক্যাম্প থেকে আনুমানিক ৩ কি:মি: উত্তর পশ্চিম দিকে ব্রতচন্দ্রপাড়া নামক এলাকায় মালিকানা বিহীন অবস্থায় ৯৪ দশমিক ৫৪ ঘনফূট বিভিন্ন ধরনের গোল কাঠ আটক করা হয়। কাঠ আটকের সময় পাচারকারীরা পালিয়ে যায়। জব্দকৃত কাঠের বাজারমুল্য ১ লক্ষ ১৩ হাজার ৪৪৮ টাকা।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, জব্দকৃত কাঠ উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে রামগড় বন বিভাগের অফিসে সিজার ভুক্ত করে জমা করা হয়েছে ।

রামগড় ৪৩ ব্যাটালিয়ন জোন অধিনায়ক লে. কর্ণেল মো: হাফিজুর রহমান বলেন, সীমান্তে মাদক-চোরাকারবারী নির্মুলের পাশাপাশি সরকারী বনজ সম্পদ রক্ষায় বিজিবি কাজ করছে। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button