খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে প্রশিক্ষণার্থীদের মাঝে বিজিবির পুরস্কার ও সনদ বিতরন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড়, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির রামগড়ে ৪৩ ব্যাটালিয়ন বিজিবির অর্থায়নে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার এবং সনদপত্র প্রদান করা হয়েছে।এসময় ৪৫ তম কম্পিউটার,৪৭তম হস্ত ও সেলাই ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার এবং সনদ বিতরন করা হয়।এবং ৪৬ তম কম্পিউটার প্রশিক্ষণ বিভাগের উদ্বোধন করা হয়।

 

বুধবার (২৭ মার্চ) দুপুরে রামগড় জোন মহিলা কল্যাণ সমিতি প্রশিক্ষণ হল রুমে রামগড় ৪৩বিজিবির অতিরিক্ত পরিচালক রাজু আহম্মেদ প্রধান অতিথি থেকে এ পুরস্কার ও সনদপত্র প্রদান করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক বলেন, এ অঞ্চলের জনসাধারণের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা উন্নয়নে ৪৩ বিজিবি কাজ করে যাচ্ছে, যা আগামীতেও অব্যাহত থাকবে।

এসময় বিজিবি পদস্থ কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button