Breakingখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার হোম সিস্টেম বিতরণ

চেঙ্গী দর্পন, স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : খাগড়াছড়ির রামগড়ে প্রত্যন্ত এলাকার ৭০১টি উপকারভোগী পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

 

২ নভেম্বর ২০২২ বুধবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে পাতাছড়া ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দুর্ঘম এলাকায় বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায় শীর্ষক প্রকল্পে ৭০১ টি উপকারভোগী পরিবারের মাঝে ১’শ ওয়াট (ফুল সেট) সোলার হোম সিস্টেম এবং পরিবহনের জন্যে ৬’শ ৫০ টাকা করে বিতরণ করা হয়।

 

উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষে যে সব দূর্গম এলাকায় বিদ্যুৎ পৌঁছে দিতে সময় লাগবে সেসব এলাকায় সোলার সিস্টেমের মাধ্যমে আমরা বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রকল্পের পরিচালক যুগ্মসচিব মো. হারুন- অর- রশীদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, ইউএনও খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত, পৌর মেয়র রফিকুল আলম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তফা হোসেন, ২ নম্বর পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নরুল আলম সহ উপকারভোগীগন উপস্থিত ছিলেন। ।

Related Articles

Back to top button