রামগড়ে দুঃস্থ অসহায় ও কৃতি শিক্ষার্থীদের মাঝে বিজিবি’র উপহার সামগ্রী বিতরণ
চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় খাগড়াছড়ি :
জেলার রামগড়ে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির সহযোগিতায় সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী ও প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
২৭ জুলাই ২০২৩ , বৃহস্পতিবার সকালে জোন সদরে রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম প্রধান অতিথি থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
এসময় সেলাই মেশিন, ঢেউটিন, গবাদীপশু, বিয়ের ও চিকিৎসার জন্যে আর্থিক অনুদান এবং কৃতি শিক্ষার্থীদের জন্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, ‘জোন আওতাধীন এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জীবনমান উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের সামগ্রীক উন্নয়নে এটি বিজিবির নিয়মিত কর্মকান্ডের অংশ মাত্র। আমরা শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সীমান্ত রক্ষার পাশাপাশি অসহায় মানুষদের সহায়তা দিয়ে আসছি। আগামীতেও এটা অব্যাহত থাকবে’।
এ সময় রামগড় বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিজিবির সদস্য, সাংবাদিক ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।