Breakingখাগড়াছড়িদুর্ঘটনাপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় , খাগড়াছড়ি  :
জেলার রামগড়ে সিমেন্টবাহী ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

 

৩ জুলাই ২০২৩, সোমবার রামগড়-বারৈয়ারহাট সড়কে রামগড় সদরের ২০ ইসিবির অস্থায়ী সেনা ক্যাম্পের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম (২২) রামগড়ের পূর্ব কালাডেবা এলাকার মীর হোসেনের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ৪টার সময় নিহত জাহিদ তার ভগ্নিপতির ব্যবহৃত ডিসকভার ১০০ সিসি (ফেনী-হ-১১-৬০৮৬) মোটর সাইকেল করে সোনাইপুল যাচ্ছিলেন। রামগড়-বারইয়ারহাট সড়কের ২০ ইসিবির অস্থায়ী সেনা ক্যাম্পের সামনে পৌছালে সড়কের মাঝে গর্তে পড়ে মোটর সাইকেলে থেকে ছিটকে পড়ে মোটর সাইকেল আরোহী জাহিদ। এ সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা কনফিডেন্স সিমেন্ট বাহী ট্রাক (চট্ট মেট্রো-অ-১১-০৯৬৩) নিচে পড়ে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মিজানুর রহমান জানান, দুর্ঘটনা স্থল থেকে ট্রাক ও মোটর সাইকেল উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ দিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

Related Articles

Back to top button