Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে টাস্কফোর্স কমিটির অভিযানে ভারতীয় মদ ও ফেনসিডিল জব্দ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় , খাগড়াছড়ি :
জেলার রামগড় সীমান্ত এলাকায় উপজেলা টাস্কফোর্স কমিটির বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও ফেনসিডিল জব্দ করা হয়েছে।

২২ ডিসেম্বর ২০২৩ শুক্রবার ভোর রাতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম এর নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন ও রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব প্রিয় দাশ এর সমন্বেয় গঠিত টাস্কফোর্স কমিটির বিশেষ অভিযানে রামগড় থানার মন্দির ঘাট হতে মালিকবিহীন ১৯২ বোতল ভারতীয় মদ ও ৪৯৮ বোতল ভারতীয় ফেন্সেডিল জব্দ করে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানিক দল।

 

জব্দকৃত ভারতীয় মদ ও ফেনসিডিলের ব্যাপারে আইনী প্রক্রিয়া শেষে পরবর্তীতের ধ্বংশের জন্য জোন সদরে জমা রাখা হবে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন অভিযানের বিষয়ে বলেন, এখন থেকে টাস্কফোর্স কমিটির সমন্বয়ে মাদক, সন্ত্রাস, চোরাচালান, পাচার রোধে নিয়মিত যৌথ অভিযান চলবে।

 

৪৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, যাবতীয় চোরাচালান ও অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে টাস্কফোর্স কমিটির অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button